কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই হোঁচট খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকার পর টাইব্রেকারে ১১-১২ ব্যবধানে হেরেছে রুবেন আমোরিমের দল।
ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই সমানতালে লড়াই করে গ্রিমসবি। ম্যাচের ২২ মিনিটে চার্লস ভেরনাম ও ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোল দলটিকে এগিয়ে দেয়। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে ম্যাচে ফেরার লড়াই চালায় ইউনাইটেড। ৭৫ মিনিটে কোবি মাইনুর পাস থেকে ব্রায়ান এমবুয়েমো গোল করে ব্যবধান কমান। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটিই ছিল নবাগত এই ফরোয়ার্ডের প্রথম গোল।
নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে হেড করে সমতার গোল করেন হ্যারি মাগুয়ের। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর সেই টাইব্রেকারে এমবুয়েমোর শট মিসে হারতে হয় ইউনাইটেডকে। অন্যদিকে একে একে শট সফল করে রূপকথার গল্প লিখে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেয় গ্রিমসবি।
প্রিমিয়ার লিগেও মৌসুমটা ভালো যাচ্ছে না রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের। মৌসুমের প্রথম ম্যাচে আর্সেনালের কাছে ০-১ গোলে হারার পর ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করেছে রুবেন আমোরিমের দল।
বিডি প্রতিদিন/নাজিম