আমরা পৃথিবীকে বিশাল সমতল ভূমি হিসেবে দেখি। কিন্তু মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা ওপর থেকে পৃথিবীকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখেন। তাদের কাছে এই অভিজ্ঞতা অনন্য এবং বিস্ময়কর।
মহাকাশ থেকে পৃথিবী এক নীল মার্বেলের মতো দেখায়। এর কারণ হলো—গ্রহটির তিন-চতুর্থাংশ পানি দিয়ে আচ্ছাদিত। সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে নীলচে আভা তৈরি করে। পৃথিবীর আকাশে ঘূর্ণমান সাদা মেঘও স্পষ্ট দেখা যায়। দূর থেকে এটি উজ্জ্বল বলের মতো মনে হয়।
নভোচারীদের তোলা ছবিতে উত্তর ইউরোপ ও সুইডেনের আকাশে অরোরা বা মেরুজ্যোতির (মহাকাশে সূর্যকণার প্রভাবে সৃষ্টি হওয়া আলোকচ্ছটা) দৃশ্য ধরা পড়েছে। রাত হলে মহাকাশ থেকে শহরের আলো দেখা যায়, যা মাটির ওপরে ছড়িয়ে থাকা তারার মতো মনে হয়।
পাহাড়-পর্বতগুলো ওপর থেকে দেখলে ভাঁজ করা কাগজের মতো লাগে। অনেক সময় চূড়াগুলো মেঘে ঢেকে থাকে। দূর থেকে ঢাল সবুজ বা কালো মনে হয়। বিশাল সমুদ্রকে মহাকাশ থেকে আয়নার মতো দেখা যায়, যা সূর্যের আলো প্রতিফলিত করে। মরুভূমি দেখা যায় কমলা বা বাদামি রঙের বিশাল অঞ্চল হিসেবে। আবার আমাজনের মতো ঘন বন পুরো এলাকাকে সবুজ ক্যানভাসের মতো সাজিয়ে তোলে।
পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডল মহাকাশ থেকে সরু নীল রেখার মতো দেখা যায়। নভোচারীরা বলেন, এই দৃশ্য তাদের মনে গভীর আবেগ তৈরি করে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার এই অভিজ্ঞতাকে বলা হয় ‘ওভারভিউ ইফেক্ট’। এটা মানুষের মধ্যে পৃথিবীর প্রতি নতুন এক উপলব্ধি তৈরি করে।
বিডিপ্রতিদিন/কবিরুল