খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নতুন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পর সদস্যরাসহ চেয়ারম্যানের রুমে যান। পরে ড্রয়ার খুলতে গিয়ে টাকার সন্ধান মিলে। এসব টাকা হিসাব করে পাওয়া যায় ৮ লাখ ৮২ হাজার টাকা।
জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা টাকা উদ্ধারের বিষয়টি স্বীকার করে জানান, আমরা এটা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ জানান, আমরা টাকাগুলো উদ্ধার করে নিয়ম অনুযায়ী থানায় একটি জিডি করেছি। পাশাপাশি সরকারি কোষাগারে উদ্ধারকৃত টাকাগুলো রাখার ব্যবস্থা নিচ্ছি।
এদিকে, টাকা উদ্ধারকে ঘিরে জনমনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যানের ড্রয়ারে এত টাকা আসলো কোথা থেকে। এ টাকার উৎস কোথায় তা খোঁজা হচ্ছে।
উল্লেখ্য, ১৪ জন পরিষদ সদস্য গত শনিবার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার থেকে ঘুষ নেওয়াসহ নানা গুরুতর অভিযোগ পার্বত্য মন্ত্রণালয়ে দাখিল করেন। এরপরেই তাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
পরে অস্থায়ীভাবে জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে চেয়ারম্যান হিসেবে পার্বত্য মন্ত্রণালয় থেকে দায়িত্ব প্রদান করা হয়। এরই আলোকে বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সকলের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্বভার গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই