শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। এবার লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে টাইগাররা। এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
জাতীয় দলের হয়ে প্রায় ১৩ মাস পর মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার। হঠাৎ করে স্কোয়াডে সাইফউদ্দিনের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠলেও এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক লিটন দাস। জানিয়েছেন, কেন দলে নেওয়া হয়েছে তাকে এবং কীভাবে তিনি দলের পরিকল্পনায় রয়েছেন।
বুধবার ক্যান্ডিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবেকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে। তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ টাইপের প্লেয়ার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার এবং দেখি যে সে কী করতে পারে।
প্রথম ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর বাকি দুই ওয়ানডে থেকে বাদ পড়েন লিটন। ওয়ানডেতে একাদশে জায়গা হারানো নিয়ে লিটন বলেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগানোর জন্য।’
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ জুলাই)। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
বিডি প্রতিদিন/নাজিম