কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১৮, ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা
(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক।
তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৮ এপ্রিল ‘এ’ ইউনিট, ২৫ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮৩ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী এতে সভাপতিত্ব করেন।
সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দিনরাত যে কোন সময় এমন কি বন্ধের দিনও আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।
বিডি প্রতিদিন/মুসা