আশুলিয়ায় বেতনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে।
ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
শ্রমিকরা জানায়, সকালে প্রায় আট হাজার শ্রমিক জুলাই মাসের বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় সেখানে উত্তেজনা তৈরি হলে আশপাশের ১৫টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই