ঢাকার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের কমনওয়েলথ অ্যালামনাইরা একত্রিত হন।
আলোচনায় মূলত উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে মতবিনিময় হয়, যেখানে বক্তা ও অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও সাফল্যের গল্প তুলে ধরেন।
বক্তারা উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং দেশের তরুণ ও পেশাজীবীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে কমনওয়েলথ স্কলাররা ব্যবসা, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিজেদের সাফল্যের গল্প শেয়ার করেন এবং সহযোগিতার আহ্বান জানান। তারা যুক্তরাজ্যের বৃত্তির মাধ্যমে পরিবর্তন-সৃষ্টিকারী ব্যক্তিত্ব গড়ে তোলার সহায়তার কথাও উল্লেখ করেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল