বন্যার পানি কোথাও স্থিতিশীল এবং কোথাও বেড়েই চলেছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জে গতকালও পদ্মার পানি বেড়েছে। ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এ অবস্থায় প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। যমুনার পানিও বেড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ-
চাঁপাইনবাবগঞ্জ : নদীভাঙনের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে নদীপাড়ে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় খাবার পানিসহ খাদ্যসংকট দেখা দিয়েছে।
লালমনিরহাট : ভারী বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানান জেলা প্রশাসক রকিব হায়দার। তিনি আরও জানান, বর্তমানে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবো সূত্র জানিয়েছেন, আগামী দুই-তিন দিন এ অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। বন্যায় পানিবন্দি পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিন দিনের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বন্যার আশঙ্কা করছে পাউবো।
রাজশাহী : পদ্মার রাজশাহী সীমান্তে তিন দিন পানি বৃদ্ধির পর গতকাল স্থিতিশীল ছিল। আগের দিন বুধবার ১৭ দশমিক ৪৯ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। গতকালও একই উচ্চতায় প্রবাহিত হয়েছে পদ্মার পানি। বিপৎসীমার মাত্র দশমিক ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি সেকেন্ডে ১৬ লাখ ৭০ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, ‘পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হচ্ছে। ফসলি জমির পাশাপাশি বাড়িঘরেও পানি ঢুকেছে। ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোয় প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। ভাঙনপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’ তিন দিন পানি এমন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে বলে জানান তিনি।
কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় আরও ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গতকাল নতুন করে চিলমারী ও রামকৃষ্ণ ইউনিয়নের আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২১-এ দাঁড়িয়েছে। উপজেলার নদীতীরবর্তী চার ইউনিয়নের প্রায় ৪৩ হাজার পরিবার পাবিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাট।