নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী রিনা বেগম (৩৮) ও ছেলে ফরহাদের (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফরিদ মিয়া ও রিনা বেগমের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এ কারণে রিনা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ২৩ অক্টোবর দিবাগত রাতে ঘুমন্ত স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান ফরিদ। দগ্ধ রিনা এবং ফরহাদকে উদ্ধার করে ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাদের মৃত্যু হয়।
এ ঘটনার পর শনিবার ফরিদ মিয়াকে রায়পুরা থেকে আটক করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।