হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের ৩৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়।
এরই জেরে উভয় গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাহুবল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’