চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাসা থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনের নিচতলার কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলো- আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী আফরোজা আফরিন (২৬) ও তাদের মেয়ে আতকিয়া আয়েশা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে রুমে নিয়ে দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার করে। আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন। ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।