বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় প্রধান ফটক ঘুরে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র কার্যালয়ের সামনে গিয়ে প্রতীকীভাবে ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহামুদ হাসান, যন্ত্রকৌশল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নুরুজ্জামান সাকিবসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ১০ম গ্রেডে শতভাগ কোটা ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ থাকায় এবং ৯ম গ্রেডে প্রমোশন কোটার মাধ্যমে অধিকাংশ পদ পূরণ হওয়ায় বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য এন্ট্রি লেভেল পদ কমে যাচ্ছে। তারা মেধা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই এবং বিএসসি ডিগ্রিকে বাধ্যতামূলক করার দাবি জানান।
আন্দোলনকারীদের তিন দফা দাবি:
১. ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য মেধা পরীক্ষা বাধ্যতামূলক ও বিএসসি ডিগ্রি আবশ্যক; কোনো কোটার মাধ্যমে পদোন্নতি নয়।
২. ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ও বিএসসি উভয়ের পরীক্ষার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কারো প্রকৌশলী পদবি ব্যবহারে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বিডি প্রতিদিন/আশিক