ময়মনসিংহের ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরেই মৃত্যু হয়েছে ফিরোজ মিয়া (৫৫) নামে এক দিনমজুরের। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাচিনা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাচিনা গ্রামের বাসিন্দা মৃত আফতাব উদ্দিনের ছেলে জায়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুরপাড়ের তালগাছের শুকনো ডাল পরিষ্কার করার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে নেন। বেলা সাড়ে ১২টার দিকে ফিরোজ তালগাছে উঠে রশি দিয়ে নিজেকে বেঁধে ডাল কাটতে শুরু করেন। এ সময় হঠাৎ কাঁটা একটি ডাল তার মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন এবং গাছের ওপর ঝুলে থাকেন।
স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তালগাছের ওপর থেকে ফিরোজের মৃতদেহ উদ্ধার করে। পরে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে আসেন।
ভালুকা মডেল থানার এসআই ওয়াসিম বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং কোমরের হাড় ভেঙে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তালগাছের ডাল পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চেয়েছে।
বিডি প্রতিদিন/এএ