আর্থিক অনটনে ফিদে মাস্টার দাবা ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নিতে অনিশ্চয়তা কাটাতে নারায়ণগঞ্জের খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুনতাহা বাংলাদেশের অনূর্ধ্ব ১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন। আগামী ১৮ সেপ্টেম্বর মধ্য এশিয়ার কাজাকিস্তানে ফিদে মাস্টার দাবা ওয়ার্ল্ড টুর্নামেন্ট অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মুনতাহা। কিন্তু আর্থিক অনটনের কারণে তার কাজাকিস্তান যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনতাহার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মুনতাহার বাড়িতে আসেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে মুনতাহার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। সহযোগিতা পেয়ে বিএিনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহা। তিনি বলেন, আমি সত্যি অবাক হয়েছি, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবলার আমিনুল ইসলাম আমাদের বাড়িতে এসেছেন। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করতে এসেছেন।
আমরা দেখেছি বিএনপি আরও অনেকের পাশে দাঁড়িয়েছে। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি আমার এ টুর্নামেন্টটি যেন হাত ছাড়া না হয়। আমার দোয়া কবুল হয়েছে। সিদরাতুল মুনতাহার বাবা মামুন বলেন, বিএনপির সহযোগিতা পেয়ে মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। যাতে করে আমার মেয়ে দাবায় এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারে। সিদরাতুল মুনতাহার মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
আমিনুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন প্রতিভা অন্বেষণে ‘নতুন কুড়ি’ নতুন করে চালু করতে। ভবিষ্যতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি নিয়ে সারা বাংলাদেশে যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদের খুঁজে বের করে জাতীয়ভাবে সহযোগিতা করা হবে। এ সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনূর্ধ্ব ১২ ইউথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহার পাশে সহযোগিতা নিয়ে এসে দাঁড়িয়েছি।