বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনালের ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের আইনী স্বীকৃতি না দেয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তাই সরকারের উচিত হবে অবিলম্বে জুলাই সনদ রচনা সম্পন্ন করে তা বাস্তবায়ন করা। সরকার জনগণের ন্যায়সঙ্গত দাবি পূরণে ব্যর্থ হলে ২৪ এর জুলাইয়ের মতো জনগণ তাদের ভোটাধিকার আদায়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বৃহস্পতিবার মহেশখালী উপজেলার কলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তরের আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মৌলানা বশির আহমেদের সঞ্চালনায় মাতার বাড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহেশখালী উত্তরের সভাপতি আনছারুল করিম, মাতার বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন, ধলঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা অধ্যাপক শওকত আলী, মাতার বাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ সরওয়ার আলম, ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি ওমর ফারুকসহ ধলঘাট, ও মাতার বাড়ির প্রত্যেক কেন্দ্র কমিটির সভাপতিবৃন্দ।
হামিদুর রহমান আযাদ বলেন, ৩৬ জুলাই ছাত্র- জনতার রক্ত বৃথা যেতে পারে না। ৩৬ দিনের গণ আন্দোলনে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। হাজার হাজার ছাত্র- জনতা আহত হয়ে এখনো চিকিৎসাধীন। জুলাই ঘোষণাপত্রে তাদের যথাযথ স্বীকৃতি নেই। যা ইতিহাসের প্রতি অবিচার করার শামিল।
তিনি বলেন, বাংলাদেশের ৫৩ বছরের ব্যর্থতার প্রধান কারণ ত্রুটিপূর্ণ নির্বাচন। আসন্ন সংসদ নির্বাচনকে কাল টাকা ও সন্ত্রাসমুক্ত করতে হলে পি,আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, মানুষ দীর্ঘদিন থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার কারণে ভোট প্রদানে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। ভোট প্রদানে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নির্বাচনী মাঠে সকল দলের সমান সুযোগ সুবিধা তৈরি করতে সরকারের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। তাই নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই।
ডক্টর হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচন মুখি দল। গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামী প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। তাই জনগণের ভোটাধিকার রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        