শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তাকে আশ্রয় দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিন্দা ও প্রতিবাদপত্র দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটির পক্ষ থেকে গতকাল দুপুরে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইংরেজি এবং বাংলা দুই ভাষায় প্রতিবাদপত্র জমা দেয়। এ সময় ফটকে হাইকমিশনের কাউকে না পেয়ে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের কাছে প্রতিবাদপত্রটি জমা দেয়। তিনি জাগপা নেতাদের আশ্বস্ত করেন, সংশ্লিষ্টদের পত্রটি পৌঁছে দেওয়া হবে।
এর আগে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বেলা ১১টায় পত্রে স্বাক্ষর করার পর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশে রওনা করে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।