বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও এক-এগারো (১/১১) সৃষ্টি হতে পারে। গতকাল মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ওয়ান ইলেভেন বোঝেন? ২০০৭ সালে তখন বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে তিনতলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের কিংস পার্টি এনসিপি। তারা সরকারে না থেকেও সরকারের সুযোগ-সুবিধা পাচ্ছে, তারা প্রটোকল পাচ্ছে। তারা ডিসি, এসপি, ওসি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে।
তারা বলছে, সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না।