নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের লিয়াকত ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম ভূইয়া, নাটোর পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নাটোরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। আমরা আজকে হয়তো একটি নদ পরিষ্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি- নাটোরকে জঞ্জাল মুক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে একসঙ্গে করবো। নাটোর আসলেই সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত হতে পারে। আর নিজ নিজ ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলে নিজের আঙ্গিনার পাশাপাশি শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে। শহরবাসী এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন