সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক হত্যা মামলার প্রধান আসামি এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূইয়ার জামিন নিয়ে তোলপাড় চলছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হওয়ার পর থেকে বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ আকবর লাপাত্তা। সুপ্রিম কোর্টের চেম্বার জজ জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও আকবরের অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নন। গুঞ্জন উঠেছে, আকবর জামিনে বের হয়েই ভারত পালিয়ে গেছে। এদিকে আকবরসহ হত্যা মামলার পাঁচ আসামি জামিনে মুক্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। তিনি দ্রুত বিচার নিষ্পত্তি ও সব আসামির ফাঁসির দাবি জানিয়েছেন।
গতকাল সিলেটে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সালমা বেগম। তিনি বলেন, মামলার ছয় আসামির মধ্যে শুরু থেকেই পলাতক রয়েছে আবদুল্লাহ আল নোমান। এ ছাড়া গত ১৭ এপ্রিল কনস্টেবল হারুনুর রশিদ, ২০ মে কনস্টেবল টিটু চন্দ দাস ও ১২ জুন এসআই হাসান উদ্দিন জামিন পেয়ে কারামুক্ত হয়েছে। সর্বশেষ গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পায় প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূইয়া।