হৃদির (নীহা) বাবা একজন বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথম দিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেক উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? এমন ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন ক্যাপিটাল ড্রামার জন্য রচনা ও নির্মাণ করেছেন নাটক ‘উইশ কার্ড’। বসুন্ধরা হাউজিং নিবেদিত এ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহা। ‘উইশ কার্ড’ একটি পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। এটির সম্পাদনা ও রংবিন্যাসে রাশে রাব্বী, ক্যামেরায় নাজমুল ইসলাম এবং বিজিএম করেছেন মেহেদী হাসান তামজীদ। নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী ইয়াশ। সারাক্ষণ ব্যস্ত থাকে কীভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে আমার। আশা করছি, বরাবরের মতো দর্শকদেরও এ নাটকটি পছন্দ হবে।’ অন্যদিকে ‘উইশ কার্ড’ প্রসঙ্গে সাদ চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হয়েছে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এত ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন- কী আর বলব! আর নীহার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে। আমাদের কেমিস্ট্রি দর্শক পছন্দ করেছেন। এবারের গল্পটা একটু ইউনিক। তাই দর্শকদের নাটকটিও ভালো লাগবে বলে বিশ্বাস করি।’ এদিকে হৃদি চরিত্রে অভিনয় করা নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মন দুয়ারী, মেঘ বালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আর ইয়াশের সঙ্গে অনেক কাজ করেছি। তাই সব মিলিয়ে আশা করছি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।’ নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘আমরা সব সময় ভিন্নধর্মী প্রজেক্ট করার চেষ্টা করি। সেটি গল্প নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই। তাই দর্শকের ভালোবাসাও সব সময় আমরা পেয়ে থাকি। ‘উইশ কার্ড’ নাটকটিও একটু অন্যরকম গল্পের নাটক। দর্শকদেরও ভালো লাগবে। আর ইনশাআল্লাহ সামনেও পুরোপুরি অন্যরকম কিছু হবে। সবাই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।’ ‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। গানটির শিরোনাম- ‘প্রিয় নামে ডাকতে চাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গেয়েছেন ইব্রাহীম কামরুল শাফিন এবং রুমি রুশা। গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। এ গানটি ক্যাপিটাল মিউজিকে প্রকাশ হবে শিগগিরই। প্রযোজক ও হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল জানান, বসুন্ধরা হাউজিং নিবেদিত ‘উইশ কার্ড’ নাটকটি আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
শিরোনাম
- চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু
- পারিবারিক দ্বন্দ্বের জেরে খুলনায় ব্যবসায়ীকে হত্যা
- চাপাইনবাবগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টাঙ্গাইলে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি
- চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
- চানখাঁরপুলে হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ
- যুক্তরাষ্ট্রে গবেষণাপত্র উপস্থাপন করবেন শাবিপ্রবির শিক্ষার্থী ইমরান
- ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন কর্মসূচি
- পিআর পদ্ধতির নির্বাচনে অনড় জামায়াতে ইসলামী
- পিআর দাবিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করছে কিছু গোষ্ঠী : এম এ মালেক
- চট্টগ্রামে সমুদ্র পরিবেশ রক্ষায় সেমিনার
- সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিসর
- যশোর সীমান্তে এক ভারতীয়সহ দুই চোরাকারবারি আটক
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
- প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল প্রবাসীর
- নাইক্ষ্যংছড়িতে ছিনতাইয়ের ঘটনায় যুবক আটক
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি
আজ ক্যাপিটাল ড্রামায় ‘উইশ কার্ড’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর