হৃদির (নীহা) বাবা একজন বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথম দিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেক উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? এমন ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন ক্যাপিটাল ড্রামার জন্য রচনা ও নির্মাণ করেছেন নাটক ‘উইশ কার্ড’। বসুন্ধরা হাউজিং নিবেদিত এ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহা। ‘উইশ কার্ড’ একটি পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। এটির সম্পাদনা ও রংবিন্যাসে রাশে রাব্বী, ক্যামেরায় নাজমুল ইসলাম এবং বিজিএম করেছেন মেহেদী হাসান তামজীদ। নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী ইয়াশ। সারাক্ষণ ব্যস্ত থাকে কীভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে আমার। আশা করছি, বরাবরের মতো দর্শকদেরও এ নাটকটি পছন্দ হবে।’ অন্যদিকে ‘উইশ কার্ড’ প্রসঙ্গে সাদ চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হয়েছে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এত ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন- কী আর বলব! আর নীহার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে। আমাদের কেমিস্ট্রি দর্শক পছন্দ করেছেন। এবারের গল্পটা একটু ইউনিক। তাই দর্শকদের নাটকটিও ভালো লাগবে বলে বিশ্বাস করি।’ এদিকে হৃদি চরিত্রে অভিনয় করা নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মন দুয়ারী, মেঘ বালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আর ইয়াশের সঙ্গে অনেক কাজ করেছি। তাই সব মিলিয়ে আশা করছি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।’ নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘আমরা সব সময় ভিন্নধর্মী প্রজেক্ট করার চেষ্টা করি। সেটি গল্প নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই। তাই দর্শকের ভালোবাসাও সব সময় আমরা পেয়ে থাকি। ‘উইশ কার্ড’ নাটকটিও একটু অন্যরকম গল্পের নাটক। দর্শকদেরও ভালো লাগবে। আর ইনশাআল্লাহ সামনেও পুরোপুরি অন্যরকম কিছু হবে। সবাই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।’ ‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। গানটির শিরোনাম- ‘প্রিয় নামে ডাকতে চাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গেয়েছেন ইব্রাহীম কামরুল শাফিন এবং রুমি রুশা। গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। এ গানটি ক্যাপিটাল মিউজিকে প্রকাশ হবে শিগগিরই। প্রযোজক ও হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল জানান, বসুন্ধরা হাউজিং নিবেদিত ‘উইশ কার্ড’ নাটকটি আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
শিরোনাম
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি
- নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান
- ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্কের হুমকি আমেরিকার