অরণী নামের এক মেয়েকে এলাকার বখাটে ছেলে তারিকুল প্রায়ই উত্ত্যক্ত করে। নানাভাবে অরণীর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোটেও পাত্তা দেয় না অরণী। তার আবার দুই দিকে সমস্যা।
সে তারিকুলকেও থামাতে পারে না, আবার বাবার কাছেও বলতে পারে না। এমনই এক মহল্লার প্রেম ও ঘৃণার গল্পে এক ছাতার নিচে দাঁড়ালেন আরশ খান ও সামিরা খান মাহি। আশা মাল্টিমিডিয়া নিবেদিত নাটকটির নাম ‘মন খারাপের দিনে’। নাটকটি নির্মাণ, গল্প এবং চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ। প্রধান সহকারী ছিলেন আজহারুল ইসলাম অভি। ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত নাটকটিতে আরও অভিনয় করেছেন- রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে। নাটকটি ইশতিয়াক আহমেদের কথায়, তাসনুভের সংগীতে নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। আজ এটিভি ইউএসএর ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে।