বহু তারকা অভিনয়শিল্পী তাঁদের অভিনয়জীবনের শুরু করেছেন ছোটপর্দা থেকে এবং পরবর্তীতে বড়পর্দায় অসামান্য সাফল্য অর্জন করেছেন। এখনো অনেক তারকা দাপিয়ে অভিনয় করছেন বড়পর্দায়। সেসব তারকা অভিনয়শিল্পীকে নিয়ে লিখেছেন- পান্থ আফজাল
তারিক আনাম খান
তারিক আনাম খান বাংলাদেশের একজন অসাধারণ অভিনেতা, পরিচালক, লেখক এবং থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রযোজক। সম্প্রতি তিনি সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর বিভিন্ন লোকেশনে সোলজারের শুটিং হচ্ছে। তারিক আনাম অভিনীত আরও চলচ্চিত্র হচ্ছে ঘুড্ডি, দেশা : দ্য লিডার, লাল সবুজের পালা, সুরুজ মিয়া, আমার ঘর আমার বেহেশত, জয়যাত্রা, আহা, মেড ইন বাংলাদেশ, দ্য লাস্ট ঠাকুর, ঘেটুপুত্র কমলা, জোনাকীর আলো, সুপার হিরো, আবার বসন্ত, পেয়ারার সুবাস, উৎসব, রাজকুমার, নোলক, সাপলুডু, জাগো প্রভৃতি।
তৌকীর আহমেদ
জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। নাটক, চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনাতেও মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। এবার আবার বড়পর্দায় আসছেন। তবে নেতিবাচক চরিত্রে। নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে তাঁকে দেখা যাবে দুর্ধর্ষ খল অভিনেতার চরিত্রে। এমন চরিত্রে তাঁকে আগে কখনো দেখা যায়নি। এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘সোলজার সিনেমায় অভিনয় করছি। আমার কাছে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই এতে অভিনয় রাজি হয়েছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’ গত রবিবার থেকে ঢাকায় ‘সোলজার’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। পরিচালনা করেছেন অনেক নাটকও।
আফসানা মিমি
ছোটপর্দার নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। সবশেষ ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে তাঁকে। তারই ধারাবাহিকতায় নতুন সিনেমায় অভিনয় করছেন আফসানা মিমি। এবার এ অভিনেত্রীকে দেখা যাবে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ। ‘সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিমি।
আরমান পারভেজ মুরাদ
জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র; সবখানেই আরমান পারভেজ মুরাদ প্রিয় এক নাম। একজন আবৃত্তিশিল্পী হিসেবেও সমাদৃত তিনি। প্রায়ই বিজ্ঞাপনের জিঙ্গেলে শোনা যায় তাঁর ভরাট কণ্ঠ। বহু গুণে গুণান্বিত এ অভিনেতা ২০০৬ সালে কাজী মোর্শেদ পরিচালিত ‘ঘানি’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এ অভিনেতা এবার কাজ করছেন সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’-এ। যেখানে তাঁকে একটি সোলজার গ্রুপের লিডার হিসেবে দেখা যাবে নতুন লুকে। তিনি বলেন, ‘এ সিনেমায় একটি সোলজার গ্রুপের লিডার আমি। অন্যরকম চরিত্র ও লুক। গতকাল থেকে এফডিসিতে শুটিং শুরু হবে আমার।’
ফারজানা ছবি
ছোটপর্দার জনপ্রিয়মুখ ফারজানা ছবি। এ সময় ওয়েব ও ছবিতে নিয়মিত অভিনয় করছেন। এবার তিনি রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ এ কাজ করছেন। যেখানে তাঁকে জামিলা চরিত্রে দর্শক দেখতে পাবেন। তিনি বলেন, ‘আমাকে এই ছবিতে একেবারেই ভিন্ন রকম একটি চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম জামিলা। আগে কখনোই এ ধরনের চরিত্র করিনি। শুধু তাই নয়, চরিত্রের লুকেও থাকবে চমক।’
চঞ্চল চৌধুরী
নাটকের মানুষ চঞ্চল চৌধুরী এখন সিনেমার পর্দায়ই ভীষণ ব্যস্ত। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- রূপকথার গল্প, মনপুরা, টেলিভিশন, আয়নাবাজি, হাওয়া। ওপার বাংলায় মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি। উৎসবে অভিনয় করেছেন। এবার রাফীর ‘আন্ধার’ সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। ‘আন্ধার’ মূলত ভৌতিক ঘরানার চলচ্চিত্র। সিনেমার গল্পকার সুমন, শাকিব ও আদনান তারা তিনজনেই ভৌতিক, হরর গল্প পছন্দ করেন। তিনজনের পরিকল্পনাতেই একেবারেই নতুন ভৌতিক গল্পটি লেখা হয়েছে। যে সিনেমাটি নির্মিত হচ্ছে বিগ বাজেটে। তবে থ্রিলার, রোমান্টিক ও অ্যাকশন সিনেমার বাইরে রাফী এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন হরর গল্প নিয়ে। উল্লেখ্য, ‘দম’ সিনেমাতেও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।
সিয়াম আহমেদ
ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। তাদের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’, যেই সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। শুটিং চলছে। এ ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। যার আগের প্রত্যেকটি সিনেমা ছিল দর্শকদের কাছে জনপ্রিয়। তার অভিনীত পোড়ামন টু, দহন, ফাগুন হাওয়ায়, বিশ্বসুন্দরী, টান, মৃধা বনাম মৃধা, শান, পাপ পুণ্য, অপারেশন সুন্দরবন, দামাল, এ্যাডভেঞ্জার অব সুন্দরবন, অন্তর্জাল, জংলী, তাণ্ডব (ক্যামিও) সবার কাছে প্রশংসিত হয়েছিল। এবার করছেন ‘আন্ধার’। উল্লেখ্য, সুমন ও শাকিবের সঙ্গে ‘আন্ধার’র গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য-সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব।
তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী অসংখ্য নাটক ও ওয়েব ফিল্মে কাজ করছেন। এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজারে’ যুক্ত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
আফরান নিশো
আফরান নিশো। টিভি পর্দায় ব্যাপক জনপ্রিয় তিনি। নিশোর টিভি নাটক, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকের সংখ্যা ৮০০-এরও বেশি। এর আগে রায়হান রাফী তাঁকে নায়ক করে নির্মাণ করেছিলেন সিনেমা ‘সুড়ঙ্গ’। ছবিটি দর্শকপ্রিয়তা পায়। এরপর করেন দাগি; তাণ্ডবে করেন ক্যামিও। এবার রনির নতুন সিনেমা ‘দম’ এ কাজ করছেন। জানা যায়, বিদেশেও শুটিং হবে। চলছে জোরকদমে প্রস্তুতি।
বড়পর্দায় আরও যাঁরা নিয়মিত কাজ করছেন
ফেরদৌসী মজুমদার, আবুল হায়াত, আফজাল হোসেন, সারা যাকের, মামুনূর রশীদ, লাকী ইনাম, জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, আজমেরী বাঁধন, মোশাররফ করিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, জাকিয়া বারী মম, ভাবনা, বিপাশা হায়াত, অপি করিম, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, শাহেদ আলী, রোজী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, কাজী নওশাবা, অর্চিতা স্পর্শিয়া, আরিফিন শুভ, ইন্তেখাব দিনার, রুনা খান, দীপা খোন্দকার, বিজরী বরকত উল্লাহ, তাসনিয়া ফারিণ, একে আজাদ সেতু, এফ এস নাঈম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, সোহেল মণ্ডল, নাইরুজ সিফাত, হাসনাত রিপন, রওনক রিপন, ইয়াশ রোহান, নরেশ ভূইয়া, আজম খান, আবু হুরায়রা তানভীর, নাদের চৌধুরী, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, রাজীব সালেহীন, খালিদ হাসান রুমি, আবু হুরায়রা তানভীর, সানজিদা প্রীতি, শাহানা সুমি, নাজিবা বাশার, হৃদি হক, জুয়েল জহুর, তানজিকা আমিনসহ আরও অনেকেই। এদের মধ্যে অনেকেই নিয়মিত বড়পর্দার মুখ। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইন্ডাস্ট্রিতে কাজও কম হচ্ছে এখন। তবে ওটিটি ফিল্মেও এসব তারকা কাজ করছেন।