সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন তিনি। এরই মাঝে জীবনে এসেছে কন্যা দুয়ার জন্ম। মেয়ের বয়স সবে এক বছর হলো। এমন কঠিন বা ব্যস্ত সময়ের মাঝেই একেবারে নতুন রূপে ধরা দিলেন দীপিকা। হিজাব পরেছেন তিনি। দীপিকার এমন ভিন্নধর্মী সাজপোশাক দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই আবার আবেগাপ্লুত হয়ে প্রশংসা করেছেন।
জানা গেছে, সম্প্রতি আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই সুপারস্টার। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন। বিশেষত, মেয়ে হওয়ার পর এটিই রণবীরের সঙ্গে প্রথম কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন এই তারকা অভিনেত্রী।