জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। অভিনয় জগতে তার উপস্থিতি নেই বললেই চলে। সম্প্রতি অভিনেত্রী নিজ থেকে জানালেন, তিনি অ্যামেলোব্লাস্টোমা নামক এক বিরল রোগে আক্রান্ত। যার ফলে চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে।
তিনি বলেন, ‘আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। গত কয়েক দিন ধরে আমি সার্জারির আগের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা। বর্তমানে কারও সঙ্গে ফোনে কথা বলা বা যোগাযোগ করার মতো শারীরিক অবস্থা নেই।’
তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’ এদিকে স্পর্শিয়ার অসুস্থতার খবরে তার দীর্ঘদিনের অনুসারী ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এর আগেও, ২০২২ সালে অ্যাপেনডিসাইটিসের কারণে অস্ত্রোপচারের মুখোমুখি হন স্পর্শিয়া। সে সময়ও তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। অস্ত্রোপচার সফলভাবে শেষ হলে এবং কিছুটা সুস্থ হলে আবার যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি অসংখ্য নাটক, ওয়েব ধারাবাহিক করেছেন। ইতি তোমারই ঢাকা, আবার বসন্ত, নবাব এলএলবি, বন্ধন, কাঠবিড়ালী, ফিরে দেখাসহ বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।