তার কণ্ঠে আছে ভিন্নতা। যার আঁচ মুগ্ধ করে শ্রোতাদের। একটা সময় তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। মাঝে ম্রিয়মাণ সময় পেরিয়ে আলোচনার টেবিলে ফিরেছেন কোক স্টুডিও বাংলায় গান করে। তিনি পান্থ কানাই।
এখন গানে যেমন সরব, তেমনি সময় দিচ্ছেন অভিনয়ে, লেখালেখিতে। এরই ফাঁকে একটি বিশেষ গানে কণ্ঠ দিলেন পান্থ কানাই। যার শিরোনাম ‘সেই এক সময় ছিল’। আজব রেকর্ডস থেকে আসছে গানটি। তিনি বলেন, ‘আজ বিকালে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমার গান সেই এক সময় ছিল। গানের কথা লিখেছেন বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, জীবন্ত কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন আরেক জীবন্ত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক, গায়ক ও ড্রামবাদক (রেনেসাঁ ব্যান্ড) পিলু খান। পিলু ভাইকে প্রথম ড্রামস বাজাতে দেখেই আমার ড্রামস বাজানোর ইচ্ছা জেগেছিল আর এবার তারই সুরে গাইতে পারা সত্যিই এক স্বপ্নপূরণ। অ্যানিমেশন ভিডিওটি তৈরি করেছেন মীর হিশাম। আমি নিশ্চিত, ‘গানটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।’