‘লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মাটি ও পতাকা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশ দেশকে মেধা শূণ্য করা হয়েছিল। ঠিক একইভাবে সদ্য পালিয়ে যাওয়া স্বৈরশাসক এদেশের নিরহী ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করতে এতটুকু দ্বিধা করেনি। তথাকথিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে রামরাজত্ব কায়েম করেছিল। ’
রবিবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়েল উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌসের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
অনুষ্ঠানে ‘ভয়ের সংস্কৃতি থেকে মুক্তির বাসনা: গণপ্রতিরোধের ঐতিহাসিক পথরেখা’ শীর্ষক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউবির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক খান মো: মনোয়ারুল ইসলাম। ‘ভয়ের সংস্কৃতি থেকে মুক্তির বাসনা: গণপ্রতিরোধের ঐতিহাসিক পথরেখা’ শীর্ষক উপস্থাপিত প্রবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে উপস্থিত বক্তাগণ মন্তব্য করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওপেন স্কুলের অধ্যাপক ড. চেঙ্গীশ খান।
বিডি প্রতিদিন/হিমেল