নেপালের কাবাডি লিগে (এনকেএল) দল পেয়েছেন বাংলাদেশের ৫ খেলোয়াড়। তারা হলেন- মনিরুল চৌধুরী, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, শাহ মোহাম্মদ শাহান ও সবুজ মিয়া।
অলরাউন্ডার মনিরুল চৌধুরী ও ডিফেন্ডার সবুজ মিয়া পোখারা লেকার্সে, অলরাউন্ডার ইয়াসিন আরাফাত ধানগাদি ওয়াইল্ড কেটসে, রেইডার মিজানুর রহমান কাঠমান্ডু ম্যাভেরিক্সে ও রেইডার শাহ মোহাম্মদ শাহান হিমালায়ান রেইডার্সে খেলবেন।
বাংলাদেশ থেকে ৬ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, নিলামে যাওয়া ৬ খেলোয়াড়েরই দল পাওয়ার কথা ছিল। এই কাবাডি লিগে ড্রাফটিং প্রক্রিয়া চালু আছে। আশা করছি, বাংলাদেশের ৬ জনই খেলতে পারবেন।
নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করছে ৬ ফ্র্যাঞ্চাইজি। ১৭ জানুয়ারি শুরু হয়ে আসরটি শেষ হবে ১ ফেব্রুয়ারি। নেপাল ছাড়াও কাবাডি লিগের পরিকল্পনা নিয়েছে অন্য কিছু ফেডারেশনও। সেখানে খেলোয়াড় পাঠাতে যোগাযোগ রাখছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বিডি প্রতিদিন/মুসা