ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা
শেরপুর প্রতিনিধি:

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।  পরে জেলা প্রশাসনের তুলশীমালা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম।  এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ জেডএম মোর্শেদ আলী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সদর নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর