ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

লামা বাজারে সেনাবাহিনীর ত্রাণ, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে
লামা (বান্দরবান) প্রতিনিধি

লামা-আলীকদম সেনা জোনের অধীনে সোমবার লামা বাজারে ত্রাণ, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি সেনা টিম এই কার্যক্রম পরিচালনা করে।

এদিকে সকাল ১০টায় সেনা টিম লামা সরকারি হাসপাতাল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর  মোয়াজ্জেম হোসেন ও লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

লামা বাজারে মাস্ক, ত্রাণসামগ্রী বিতরণ ও জীবাণুনাশক স্প্র্রে করার সময় মাইকিং করা হয়। মাইকিংয়ে সেনাবাহিনী জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করে। বিশেষ করে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঘনঘন হাত ধুতে পরামর্শ দেন।

লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল সাইফ শামীম বলেন, আমরা জনগণের পাশে আছি, থাকবো। মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর