ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

মুলাদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
প্রতীকী ছবি

বরিশালের মুলাদী উপজেলার চরডিক্রি এলাকায় পুকুরে ডুবে ২ বছর বয়সের শিশু তাওহিদের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পানিতে পড়ে মারা যাওয়া তাওহিদ ওই এলাকার জাকির হাওলাদারের ছেলে। 

মৃতের বাবা জানান, প্রতিদিনের মত সকাল থেকেই বাড়ির উঠানে খেলা করছিল তাওহিদ। হঠাৎ করে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরবর্তীতে বাড়ির পিছনের পুকুর থেকে তাওহিদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানা পুলিশ এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর