ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু!
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম জহুরা বেগম (৪৫)। আজ দুপুরে ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, মিয়াপাড়া গ্রামের বয়জার আলীর স্ত্রী জহুরা বেগম রবিবার দুপুরে তার নিজ বাড়ির রান্না ঘরে রাইসকুকারে ভাত রাঁধতে শুরু করেন। এসময় তিনি হঠাৎ রাইসকুকারের সাথে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষাণা করেন। ফুলবাড়ি থানার ওসি রাজিব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর