ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাগাতিপাড়ায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় মহররম হোসেন (৫২) নামে চিরকুমার কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে বাগাতিপাড়া থানার পুলিশ। মহররম হোসেন চিরকুমার ছিলেন এবং সিরাজগঞ্জ সাজাদপুরের একটি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তিনি উপজেলার দয়রামপুর ইউনিয়নের ডুমরাই সরকারপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত মহররম একা একাই নিরিবিলি থাকতেন এবং তিনি নানা রোগে ভুগছিলেন। স্থানীয়রা বৃহ¯পতিবার সকালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বাগাতিপাড়া থানার এস আই আকরাম হোসেন জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর