ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লাখো মানুষ
সিরাজগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যমুনার পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নের ২১৬টি গ্রাম তলিয়ে গেছে। এতে প্রায় ২৫ হাজার পরিবারের কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষের মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। 

চরাঞ্চলের হাজার হাজার পরিবার পানির মধ্যেই মানবেতরভাবে জীবনযাপন করছেন। সার্বক্ষণিক পানির মধ্যে থাকায় হাত-পায়ে ঘা দেখা দিয়েছে। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানিবন্দি অবস্থায় করুণভাবে জীবনযাপন করলেও এখনো কারো ঘরে খাদ্য সহায়তা পৌঁছেনি। কারো কারো ঘরে চুলো জ্বলছে না। কোনো কোনো পরিবার ওয়াপদাবাঁধে আর কোনো পরিবার পানির মধ্যেই মানবেতরভাবে বসবাস করছে। 

এদিকে পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবনযাপন করলেও প্রশাসন বা চেয়ারম্যান-মেম্বার তাদের খোঁজ নিচ্ছে না। এনিয়ে পানিবন্দি মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে পানিবন্দি মানুষগুলো শুকনা খবার ও বিশুদ্ধ পানিসহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। 

তবে ত্রাণ ও পুনর্বাসন অফিস বলছে, প্রথম পর্যায়ে চাল ও টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দ্বিতীয় দফাতেও বিতরণ কার্যক্রম দ্রত শুরু হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর