ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

আজকের পত্রিকা

নিজ বাড়ির সামনেই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় জহুরা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকার দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম রাজবাড়ীর সদর উপজেলার কল্যাণপুর এলাকার মহির উদ্দীন খানের স্ত্রী।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, সকালে নিজ বাড়ির সামনে মহাসড়ক পার হচ্ছিলেন জহুরা বেগম। এ সময় রাজবাড়ি থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর