ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

কিশোরগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে ফখরুল আলম মুক্তার (৩৩) নামে এক যুবককে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। গ্রেফতার ব্যক্তি তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের ছেলে। 

রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাড়াইল বাজারে অস্ত্র বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানায়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, তাড়াইল বাজারে অস্ত্র বেচা-কেনা হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরপর রবিবার রাতে তাড়াইল বাজারে অভিযান চালিয়ে রিভলবার বিক্রির সময় ইংল্যান্ডের তৈরি একটি রিভলবারসহ মুক্তারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার অস্ত্র বেচা-কেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়। এ ব্যাপারে তাড়াইল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর