ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

আজকের পত্রিকা

ঝিনাইদহে প্লাস্টিক বর্জ্য অপসারণ
ঝিনাইদহ প্রতিনিধি:

সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে, যা জীবনযাপনকে করেছে সহজতর। কিন্তু বিজ্ঞানের সেই আশীর্বাদ মানুষের বিবেচনার অভাবে পরিণত হয়েছে অভিশাপে। পলিথিন-প্লাস্টিক বর্জ্য তার সবচেয়ে বড় উদাহরণ। সেই অভিশাপ থেকে ঝিনাইদহবাসীকে মুক্ত করতে পলিথিন-প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঝিনাইদহের জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ।

আজ রবিবার ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের মুজিব চত্বর থেকে এ কর্মসূচি শুরু করা হয়।  

এসময় জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক লিকু বলেন, মানুষজন অসচেতন ভাবে পলিথিন-প্লাস্টিকের সামগ্রী যেখানে-সেখানে ফেলে দিচ্ছে, যেহেতু প্লাস্টিকের সামগ্রী মাটিতে মিশে যায় না, এর একাংশ পুনর্ব্যবহারযোগ্য নয়, তাই ক্রমশ তা বর্জ্য হিসেবে জমা হচ্ছে লোকালয়ের বুকে। আর তা থেকেই ছড়াচ্ছে দূষণ। পলিমার সামগ্রী পুড়িয়ে ফেললে আরও বিপদ, হাইড্রোকার্বন হয়ে বাতাসে মিশে তা বাড়িয়ে দিচ্ছে দূষণের মাত্রা। কাজেই আমরা সরকারের কাছে অনুরোধ করবো, যত দ্রুত সম্ভব বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ এবং বাজারে মনিটরিং করে অসাধু এই পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। 

তিনি আরও বলেন আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি তা চলমান থাকবে। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে আমি-এবং আমার ঝিনাইদহ জেলার জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের কর্মীদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো। এ সময় আরও উপস্থিত ছিলেন  ঝিনাইদহ  পৌর আওয়ামী লীগের সভাপতি  বাবু জীবন কুমার বিশ্বাস।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর