ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ একজন গ্রেফতার
নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল গভীর রাতে উপজেলার সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রীজের পশ্চিম পাশের এলাকায় শেরপুর জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ বোতল মদসহ আজিজুর (২২) রহমান নামে একজনকে গ্রেফতার করেছে। সে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আজিজুর রহমানকে ৫ সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫ (খ) ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।  ডিবির উপ-পরিদর্শক(এস আই) আজিজুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মদসহ আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর