ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

ময়মনসিংহে ৫ রোহিঙ্গাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ৭ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল মদসহ পাঁচজন রোহিঙ্গাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, চক্রের মূল হোতা নেত্রকোনা সদরের হরিদাসপুর এলাকার ইলিয়াস কাদের বাবুল (৪৩), ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকার নাজমুল হুদা (২৫), রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার ওরফে রোজিনা (২৬), শোহেদ (২২), নজরুল ইসলাম (২৯), খালেদা আক্তার (৩৮) ও তৈয়ব (২০)।

এ কে এম শওকত ইসলাম জানান, গত শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে নগরীর চরকালীবাড়ী এলাকায় মাদক উদ্ধার অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার কথা আটককৃতারা স্বীকার করে।

এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। 

বিডি প্রতিদিন/এএম

 

 



এই পাতার আরো খবর