ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

নড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু
নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ইছামতি বিলে বজ্রঘাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) মো: জাকির হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সরুশুনা মুন্সীপাড়ার মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর