ঢাকা, রবিবার, ১৬ জুন, ২০২৪

আজকের পত্রিকা

বক্স অফিসে আয়ুষ্মানের তৃতীয় সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক

বলিউড বক্স অফিসে আয়ুষ্মান খুরানার রাজত্ব চলছেই। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি 'বালা' এরইমধ্যে বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে। ১০০ কোটি রুপি ব্যবসা এটি আয়ুষ্মানের তৃতীয় ছবি। এরইমাধ্যমে আয়ুষ্মান পরপর ৭টি হিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের।

অমর কৌশিক পরিচালিত 'বালা' ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেড়েনকার ও ইয়ামি গৌতম। ছবিটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজন।

ছবিটির সাফল্যের জন্য পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান। তিনি বলেন, আমি এই বিশেষ মুহূর্ত 'বালা'র পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করতে চাই।    বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর