ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

ট্রুডো যেনো অস্থির হয়ে পড়েছেন
শওগাত আলী সাগর
জাস্টিন ট্রুডো

ইরানের সঙ্গে কানাডার মুখ দেখাদেখি নেই অনেক বছর। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলো স্টিফেন হারপারের কনজারভেটিভ সরকার। জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার সেই সিদ্ধান্ত থেকে সরেনি। ইরানের সঙ্গে কানাডার মুখ দেখাদেখি বন্ধ সেই থেকেই।

কিন্তু ইরানে ইউক্রেনিয়ান বিমান বিধ্বস্থ হ্ওয়ার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেনো অস্থির হয়ে পড়েছেন। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ভূপতিত করা হয়েছে যাতে ৬৩ জন কানাডীয়ানের প্রাণহানি ঘটেছে। কেনো এতোগুলো মানুষ মরলো- তার উত্তর চান তিনি, তিনি বলেছেন, এই উত্তর পাওয়া কানাডিয়ানদের অধিকার। সেই অধিকার আদায় না হ্ওয়া পর্যন্ত তিনি ক্ষ্যান্ত হবেন না- সেই ঘোষণাও দিয়েছেন তিনি।

এই অবস্থায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে। টেলিফোনে তিনি দাবি জানিয়েছেন, তদন্তে কানাডিয়ানদের অন্তর্ভূক্ত করতে হবে। একটি বীভৎস ট্রাজেডি, ৬৩ জন কানাডিয়ানের কেনো মৃত্যু হলো তার উত্তর খুঁজতে কূটনৈতিক যোগযোগহীন একটি দেশের সঙ্গেও নিজে যেচে কথা বলতে শুরু করেছেন ট্রুডোর পররাষ্ট্রমন্ত্রী।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর