ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

মসুল থেকে আরও ১ হাজার ইরাকীকে স্থানান্তর
অনলাইন ডেস্ক

ইরাকের বিশেষ বাহিনী যুদ্ধবিধ্বস্ত ইরাকের মসুল শহর থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দখলে রয়েছে মসুল শহর। তাদের থেকে মসুল শহর পনুর্দখল করার লক্ষ্যে ইরাকি বাহিনীর সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ জনগণের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তাই তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বুধবার (২৬ অক্টোবর) বাহিনীটির মেজর জেনারেল হায়দার ফাধিলের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

 হায়দার জানান, "মসুলের ‘তব জাওয়া’ এবং এর আশপাশের গ্রাম থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে খাজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ১৭ অক্টোবর থেকে মসুলে শুরু হওয়া আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর লাড়াইকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় নয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।"

অপরদিকে আন্তর্জাতিক বেশকয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মসুলের জনগণের প্রতি আইএস জঙ্গিদের অত্যাচার দিন-দিন বেড়েই চলছে। তারা সেখানে নিশৃংস হত্যাকাণ্ড চালাচ্ছে। নিজেদের রক্ষার্থে সেখানকার নিরীহ মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস জঙ্গিরা। 

 

বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর



এই পাতার আরো খবর