ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ইতালির সাবেক সিআইএ কর্মকর্তার সাজা কমল
অনলাইন ডেস্ক

২০০৩ সালে মিশরীয় ধর্মগুরু হাসান মুস্তাফা ওসামা নাসেরকে অপহরণের ঘটনায় যুক্ত থাকার দায়ে সি আই এর সাবেক কর্মকর্তা সাবরিনা ডি সুসার আংশিক ক্ষমা মঞ্জুর করেছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতেরেল্লা। 

প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুসারে, ডি সুসার চার বছরের কারাদণ্ড কমিয়ে এখন তিনবছর কারাদণ্ড হয়েছে যাতে করে সে কারাগারে বিকল্প কোন সাজার প্রস্তাব করতে পারে। সুসার অনুপস্থিতিতেই এই মামলার বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

যদিও ডি সুসা হাসনকে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। পর্তুগিজ পুলিশ গত সপ্তাহে তাকে আটক করে। পর্তুগালের নাগরিক সাবেক এই সিআইএ্ কর্মকর্তাকে তারা সাজা ভোগ করানোর জন্য বুধবার লিসবন থেকে মিলানে নিয়ে আসা হয়। 

প্রসঙ্গত, অপহরণের ঘটনায় ২০০৯ সালে ইতলির কোর্টে ২৩ আমেরিকান ও ২ ইতালিয়ান আসামির অনুপস্থিতিতেই এই বিচার কাজ সম্পন্ন হয়।

বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম



এই পাতার আরো খবর