ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ভারি বর্ষণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
অনলাইন ডেস্ক

ভারি বর্ষণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার ছয়টি দ্রুতগতিসম্পন্ন ট্রেনসহ অনেকগুলো ট্রেন স্থগিত করা হয়েছে।

চায়না রেলওয়ের চেংদু গ্রুপ জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে গুইঝু প্রদেশের কুনমিং ও সাংহাইয়ের মধ্যবর্তী কতিপয় উচ্চ গতির রেললাইন পরীক্ষা করে দেখছে।

কর্তৃপক্ষ ভারি বৃষ্টির কারণে গুইডিং ও কেইলির মধ্যবর্তী সেকশনগুলো বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার থেকে গুইঝু-এ ভারি বৃষ্টি হয় এবং প্রাদেশিক আবহাওয়া সার্ভিস সম্ভাব্য দুর্যোগের প্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত 'অরেঞ্জ এলার্ট' জারি করে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কিয়ানডোংনান মিও নগরী ও ডং অঞ্চলে সর্বোচ্চ ১৪৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়।

প্রাদেশিক আবহাওয়া সার্ভিস আকশ্মিক বন্যা, ভূমি ধস ও শহর এলাকায় জলাবদ্ধতার ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে বলেছে।

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর