ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কানাডার খনিতে ৫২২ ক্যারেটের দুর্লভ হীরা!
অনলাইন ডেস্ক

হীরা বলতেই চোখের সামনে ভেসে ওঠে আলোর বিচ্ছুরণ ঘটানো এক টুকরো পদার্থ। সাদার পাশাপাশি কালো, সবুজ, নীল, গোলাপি, বেগুনি, হলুদ ও লালসহ অনেক রঙের হীরা পাওয়া যায়। তবে এবার কানাডার এক খনিতে দুর্লভ হীরকখণ্ডের সন্ধান মিলেছে। 

দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত ডিয়াভিক খনিতে ৫৫২ ক্যারেটের ওই হীরকখণ্ডটির সন্ধান মিলেছে। কানাডার ইতিহাসে এ পর্যন্ত সন্ধান পাওয়া হীরকখণ্ডের মধ্যে এটিই সবচেকে বড় বলে জানা যায়। যা বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ৩০টি হীরার মধ্যে অন্যতম। হলুদ রঙের এই হীরাটি অত্যন্ত উঁচুমানের। আর এটি চলতি শতাব্দীতে পাওয়া সপ্তম বৃহৎ হীরা। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর