লেবাননের রাজধানী বৈরুতের আশেপাশে হামলা চালিয়ে এক রাতেই অন্তত ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েল। শুক্রবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু ও সাত নারী রয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, নিহতদের মধ্যে সিনিয়র নেতা ইব্রাহিম আকিল এবং আরেক শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহবিসহ তাদের ১৬ জন সদস্য রয়েছে।
মঙ্গলবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণের ঘটে। এর পরের দিনই হিজবুল্লাহর শত শত ওয়াকিটকি বিস্ফোরিত হয়। পরপর হামলায় কমপক্ষে দুই শিশুসহ ৩৯ জন নিহত এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়।
লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিহ জানিয়েছেন, হামলার পর এখনও অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, ইসরায়েল এই অঞ্চলকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনগুলো খনন করতে উদ্ধারকারীদের সাহায্য করার জন্য মন্ত্রণালয় যানবাহন এবং সরঞ্জাম পাঠিয়েছিল। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের বের করছি। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ