ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

আজকের পত্রিকা

দখলদারি পাকাপোক্ত করতে আফ্রিকান ইহুদিদের ফেরাল ইসরায়েল
অনলাইন ডেস্ক

ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও কয়েকশ’ ইহুদিকে আফ্রিকা থেকে সেখানে নিয়ে গেছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে ৫০০ ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরইমধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছে।

ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও  নানা লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদি ইসরায়েলে আনা হয়েছে।

তবে ইসরায়েলে আসা ওই সব আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছিলেন, খুব শিগগিরই ইথিওপিয়া থেকে শত শত ইহুদি ইসরায়েল এসে পৌঁছাবে।

বেন গুরিয়ান বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানানো হবে  বলেও এর আগে খবর বেরিয়েছিল।

ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। অবশ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ মুখে  এ ধরণের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর