রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেনের নিয়োগ করা এক ব্যক্তিকে হত্যা করেছে। ওই ব্যক্তি রাশিয়ার সামরিক ভবন ও জ্বালানি স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিলেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনপন্থিদের দ্বারা রাশিয়ার ভূখণ্ডে কয়েক ডজন কথিত অন্তর্ঘাতমূলক হামলা ব্যর্থ করার কথা জানিয়েছে মস্কো ।
শুক্রবার এফএসবি জানিয়েছে, রাশিয়ায় ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা এক ব্যক্তিকে তারা ‘নিষ্ক্রিয়’ করেছে।
নিহত ব্যক্তি মস্কো অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা এবং সেন্ট পিটার্সবার্গে একটি স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন ও একটি স্বেচ্ছাসেবক কেন্দ্রের সদস্যদের ওপর হামলা করতে চেয়েছিলেন।
রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি এফএসবির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সেন্ট পিটার্সবার্গের নিকটবর্তী লেনিনগ্রাদ অঞ্চলে এফএসবি এজেন্টদের এবং সন্দেহভাজন ওই ব্যক্তির মধ্যে বন্দুকযুদ্ধের দৃশ্য দেখা গেছে।
সশস্ত্র এফএসবি এজেন্টরা তাকে ঘিরে ফেলার আগে লোকটি একটি মাঠে কংক্রিটের বাঙ্কারের দিকে দৌড়াতে থাকে। এ সময় তাকে গুলি চালাতে দেখা যায়।
ভিডিওতে বাঙ্কারের ভেতর তার মৃতদেহের একটি ছবি দেখা যায়। মৃতদেহের হাতে একটি পিস্তল ছিল।
এফএসবি জানিয়েছে, তিনি একজন রুশ নাগরিক, যার জন্ম ১৯৭৬ সালে। ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিট তাকে নিয়োগ দিয়েছিল।
খবরে বলা হয়, এর আগে এফএসবি তাকে মস্কো অঞ্চলে আটক করার চেষ্টা করেছিল কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার ফেলে যাওয়া গাড়িতে গ্রেনেড, একটি পিস্তল, একটি রাইফেল এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এফএসবির অভিযোগ, ওই ব্যক্তি লেনিনগ্রাদ অঞ্চলের একটি জ্বালানি ডিপোতে হামলার পরিকল্পনা করছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল