ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

মিয়ানমারে রাতভর অভিযান, দিনে বিক্ষোভে গুলি
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ধরতে শনিবার রাতভর দমনমূলক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এরপর আজ ইয়াঙ্গুনসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, রবিবার সকাল থেকেই দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এরপরই ইয়াঙ্গুনসহ বেশ কিছু এলাকায় কঠোর হতে থাকে পুলিশ। ছুড়তে শুরু করে ফাঁকা গুলি, টিয়ার গ্যাস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইয়াঙ্গুনের তামওয়ে এলাকায় গত রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ব্যবহার করে সাউন্ড গ্রেনেড। সামরিক জান্তার নিয়োগ করা এক কর্মকর্তার বিরুদ্ধে এলাকাটির লোকজন বিক্ষোভ দেখান।

রাতভর পুলিশের মারমুখী আচরণ সম্পর্কে সেখানকার এক বাসিন্দা বলেন, আমরা সত্যিই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম।

গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ বেসামরিক সরকারের শীর্ষ নেতাদের আটক এবং রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অচলাবস্থা সৃষ্টি হয়।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর