ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

কেন্দ্রীয় সরকারের নির্দেশ, চীনের কাউন্টিতে জন্মদিনের পার্টি নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি কাউন্টিতে জন্মদিনের পার্টি ও অন্যান্য উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিতব্যয়ী হওয়ার আহ্বানে ওই কাউন্টিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাউন্টিতে বিয়ে ও শেষকৃত্যের জন্যও আইন জারি করা হয়েছে। এর মধ্যে একটি নিয়ম হলো ২০০ ইউয়ানের বেশি নগদ অর্থ উপহার হিসেবে দেওয়া যাবে না। প্রসঙ্গত, চীনে নগদ অর্থ পার্টিতে উপহার হিসেবে দেওয়া প্রথায় পরিণত হয়েছে। তবে কখনো কখনো এটি ঘুষ হিসেবেও ব্যবহৃত হয়। 

ফানিং নামের ওই কাউন্টিতে কমিউনিস্ট পার্টির সদস্য, সরকারি চাকরিজীবী ও গ্রাম্য সংগঠনের নেতাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। তবে অধিকাংশ বাসিন্দাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। 

২০১৫ সালে দুর্নীতি দমনবিরোধী অভিযানের অংশ হিসেবে চীনে কমিউনিস্ট পার্টির সদস্যদের অতিরিক্ত খাওয়া দাওয়া, গল্ফ ক্লাবগুলিতে যোগদান এবং ব্যক্তিগত ক্লাবগুলিতে প্রবেশ নিষিদ্ধ ছিল।

সূত্র : বিবিসি

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর